মারকাযুন নূর মাদরাসার প্রতিষ্ঠার সূচনা কথা

শায়খ আবু শাহামা হাবীবুল্লাহ মিসবাহ সাহেব দীর্ঘদিন যাবৎ যুগসচেতন যোগ্য প্রাজ্ঞ সময় ও যুগের ভাষা জানা একদল যোগ্য ওয়ারাসাতুল আম্বিয়া তৈরীর লক্ষে একটি মাদরাসা প্রতিষ্ঠার ব্যাপারে স্বপ্ন বুনছিলেন। ২০২২ সালে তিনি পবিত্র রমাদান মাসের শেষ দশকে উমরার সফর করেন। আল্লাহ তা’আলার কাছে মনের ব্যাকুলতা প্রকাশ করে দুআ করেন। জাবালে নূরে পূর্ণ এক রাত তিনি অবস্থান করেন; যেখানে কুরআনুল কারীম নাজিলের সূচনা হয়েছিল। একটি পাহাড়ের চূড়া থেকে কুরআনের বাণী সারা বিশ্বের আনাচে কানাচে কিভাবে ছড়িয়ে পড়েছে সে ভাবনায় তিনি তন্ময় হয়ে পড়েন। সর্বশেষ ২০২৩ সনে সূচনালগ্নে তিনি মাদরাসা প্রতিষ্ঠার দৃঢ় সংকল্পগ্রহণ করেন। এ বিষয়ে শায়খ আবু শাহামা হাবীবুল্লাহ মিসবাহ তার উস্তাদদের সাথে পরামর্শ করেন। শায়খের উস্তাদগণ শায়খের আগ্রহের কথা শুনে খুব আনন্দিত হন এবং মাদরাসার ব্যাপারে উৎসাহ ও আন্তরিক দুআ প্রদান করে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন [১] শায়খুল হাদীস আল্লামা মুফতী মনিরুজ্জামান সাহেব [২] শায়খুল হাদীস মুফতী জহিরুল ইসলাম সাহেব। কুরআন নাযিলের প্রথম স্থান ‘জাবালে নূর’ ও ঐতিহ্যবাহি ‘জামিয়া ইসলামিয়া বাইতুন নূর, যাত্রাবাড়ী’ এর নামানুসারে আল্লামা মুফতী মনিরুজ্জামান সাহেব নতুন মাদরাসার নামকরণ করেন ‘মারকাযুন নূর’। শায়খ আবু শাহামা হাবীবুল্লাহ মিসবাহ মুরাদপুর শাহী জামে মসজিদের বিশিষ্ট মুসল্লিদের সাথে পরামর্শ করে এলাকাবাসিকে সাথে নিয়ে ২০২৩ সালের জানুয়ারী মাসে ১৮৫/১ মুরাদপুর [শাহী জামে মসজিদের সামনে] হাজী লাল মিয়া সরকার রোড, কদমতলী-যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪ ঠিকানায় অবস্থিত ভবনের ২য় তলা ভাড়া নিয়ে সেখানে মারকাযুন নূর মাদরাসা প্রতিষ্ঠা করেন। ২০২৩ সনের ১লা ফেব্রুয়ারী একটি দুআ অনুষ্ঠানের মধ্য দিয়ে মারকাযুন নূর মাদরাসার উদ্বোধন করা হয়। উক্ত দুআ অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন শায়খুল হাদীস আল্লামা মুফতী মনিরুজ্জামান সাহেব। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি আল্লাহ তা’আলার অশেষ রহমতে মাদরাসা সূচারুরূপে পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ।

শিক্ষক
0 +
স্টাফ
0 +
ছাত্র
0 +
হাফেজ ছাত্র
0 +
এতিম শিক্ষার্থী
3 +
বিভাগ
0 +
প্রধান উপদেষ্টা ও তত্ত্বাবধায়ক

শায়খুল হাদীস আল্লামা মুফতী মনিরুজ্জামান সাহেব

(প্রিন্সিপাল : জামিয়া ইসলামিয়া বাইতুন নূর, যাত্রাবাড়ী, ঢাকা

অর্থসচিব : বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড, ঢাকা)

প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রিন্সিপাল

শায়খ আবু শাহামা হাবীবুল্লাহ মিসবাহ

Scroll to Top