বিভাগসমূহ

নুরানী (কিন্ডারগার্টেন শাখা)

মারকাযুন নূর মাদরাসার নুরানী (কিন্ডারগার্টেন) শাখায় যত্নসহকারে শিশুবান্ধব পরিবেশে ১ম শ্রেণী থেকে ৩য় শ্রেণী পর্যন্ত বাংলা, অংক, ইংরেজী, দুআ-মাসআলা, কায়দা-আমপারা-কুরআন সহ প্রয়োজনীয় দ্বীনি শিক্ষা প্রদান করা হয়।

নাজেরা

মারকাযুন নূর মাদরাসার নাজেরা বিভাগে মাত্র ১ বছরে একজন শিক্ষার্থীকে বাংলা, অংক, ইংরেজীসহ কায়দা থেকে শুরু কুরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা দেওয়া হয়। এ বিভাগে একজন শিক্ষার্থী বাংলা, অংক, ইংরেজীর সাথে বিশুদ্ধভাবে কুরআনে তেলাওয়াতে বিশেষ দক্ষতা অর্জন করে। নাজেরা বিভাগ থেকে সফলভাবে উত্তীর্ণ মেধাবী ও উপযুক্ত শিক্ষার্থীদেরকে হিফজুল কুরআন বিভাগের জন্য মনোনীত করা হয়।

হিফজুল কুরআন

মাত্র ২.৫ থেকে ৩ বছরের মধ্যে একজন তালেবুল ইলমকে কুরআনুল কারীমের হিফজ সম্পন্ন করানো হয় আল্লাহ তাআলার হুকুম ও তার অশেষ দয়ায়। ছাত্রদের কুরআনুল কারীম হিফজের সাথে সাথে ছাত্রদের পূর্ণ তারবিয়াত ও জীবন গঠনে প্রতি মনোযোগ দেওয়া হয়।

কিতাব

মারকাযুন নূর মাদরাসার সবচেয়ে জনপ্রিয় বিভাগ হলো ‘কিতাব বিভাগ’। মারকাযুন নূর মাদরাসার কিতাব বিভাগ ১ম বর্ষে হাফেজে কুরআন কিংবা ৪র্থ শ্রেণী উত্তীর্ণ উর্দূ ফার্সি জানে না এমন যে কোন শিক্ষার্থী ভর্তি হতে পারে।

অত্র মাদরাসায় ১ম ও ২য় বর্ষে মাত্র ২ বছরে [১] বাংলা [২] আরবী [৩] ইরেজী [৪] উর্দূ এবং [৫] কম্পিউটার; মোট ৫টি ভাষায় পারদর্শি স্তরের যোগ্য করে গড়ে তোলা হয়। সুতরাং আমাদের তালেবুল ইলমরা মাত্র ২ বছরে ৫টি বিষয়ের ভাষাজ্ঞানে পারদর্শিতা লাভ করে ৩য় বর্ষ থেকে আরবী, উর্দূ ও ইংরেজী ভাষায় লিখিত যে কোন বিষয়ের গ্রন্থ থেকে খুব সহজে জ্ঞানার্জন করতে পারে।

মারকাযুন নূর মাদরাসায় ১ম বর্ষে ছাত্রদেরকে এমন সহজ ও সুন্দরভাবে আরবী ভাষাজ্ঞানের শিক্ষা দেওয়া হয় যে, ১ম বর্ষেই পূর্ণ এক পারা তরজমাতুল কুরআন তাহকীকসহ পড়ানো হয়। শুনতে অবাক মনে হলেও এটিই আমাদের ছাত্রদের কাছে দিবালোকের ন্যায় বাস্তব ও সত্য।

বয়স্কদের কুরআন ও দ্বীনি শিক্ষা

মারকাযুন নূর মাদরাসা ‘সবার জন্য দ্বীনি শিক্ষা’ শ্লোগানকে সামনে রেখে অত্র এলাকার জেনারেল শিক্ষিত, শ্রমজীবি ও বয়স্কদের জন্য কুরআন ও দ্বীনি শিক্ষার উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিদিন সকালে ফজরের পর সাধারণ মানুষদের জন্য ওয়ান টু ওয়ান কুরআন ও দ্বীন শিক্ষার ব্যবস্থা রেখেছে।

Scroll to Top